কালীগঞ্জের আলোচিত হত্যা মামলার আসামি বাউফলে র্যাবের হাতে আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
ঝিনাইদহের কালীগঞ্জের আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি মো. সেলিম (৪৫) কে পটুয়াখালীর বাউফল থেকে আটক করেছে র্যাব-৮, বরিশাল। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেলিম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রাতে কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামে নিহত আবু তালেব (২৮) শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে আসামি রুবেল হোসেন তাকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর রুবেল হাতে থাকা একমাথা সূচালো লোহার রড দিয়ে তালেবকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার বুক ও পিঠে গুরুতর জখম হয়। এসময় তালেবের শ্বশুর মো. ছবেদ আলী (৬০) ঠেকাতে গেলে তাকেও আঘাত করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
গুরুতর আহত তালেব ও ছবেদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৪টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ ০৩/০৪/২০২৫, ধারা ৩২৬/৩০২ দণ্ডবিধি)।
র্যাব-৮ জানায়, হত্যার পর থেকে আসামি সেলিম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে বাউফল থেকে গ্রেপ্তার করা হয়। আটক আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।