‘রাজনীতি আমার নেশা, পেশা নয়’—সভাপতি পদে ভোট প্রার্থনায় মিঠু

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। আসন্ন ৬ সেপ্টেম্বর সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী জেড এম নাজমুল ইসলাম মিঠু ।
গতকাল (২৯ আগষ্ট ) ১০নং ইউনিয়ন পরিষদের মাঠে বিএনপির কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার ফয়সাল, এডভোকেট আবুল খায়ের, ৩নং চর মোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, ১০নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাত, উপজেলা যুবদলের সদস্য জসিম খান, বিটুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় জেড এম নাজমুল ইসলাম মিঠু তার ছাতা প্রতীকে ভোট চান কাউন্সিলরদের কাছে। তিনি বলেন,
“আমার রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮৬ সালে ছাত্রদলের রাজনীতি দিয়ে। দীর্ঘ ৪০ বছরের রাজনীতিতে আমি কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, শালিশ বাণিজ্য কিংবা চর দখলের সঙ্গে জড়িত ছিলাম না। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করেই সংসার চালাই। রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা। বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে গেছে।”
তিনি আরও বলেন,
“আজ বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইছে। তরুণরা নেতৃত্বে আসছে। আমি যে সময়ে নেতৃত্ব দিয়েছি, তখন দল চাঙা ছিল। এখনো আমি চাই বিএনপির গণজোয়ার সৃষ্টি করতে এবং তার নেতৃত্ব আপনাদের কাছ থেকে পেতে। আগামী ৬ সেপ্টেম্বর আমি ছাতা প্রতীকে আপনাদের বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা করছি।”
মিঠু বলেন, “আমার প্রতিপক্ষ সুসময় সভাপতি করেছেন। কিন্তু শুধু একজন ব্যক্তি সংগঠন চালালে নতুন নেতৃত্ব তৈরি হবে না। আমাদের পুরাতনরা যদি নতুনদের পাশে দাঁড়ায়, তবেই আধুনিক বিএনপি গড়ে উঠবে।”