সারাদেশ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধলই ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধলই ইউনিয়ন শাখার বর্ধিত সভা হাটহাজারীর কাটিরহাটস্থ পশ্চিম ধলই শ্রীশ্রী জগন্নাথ ধাম মিলনায়তনে শনিবার(৬ সেপ্টেম্বর) রাত ০৮ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি অরুণ কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফরহাদাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ শাখার সভাপতি ডাঃ জয়টু কুমার শীল, হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুদীপ কুমার নাথ, ধলই ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ শাখার সিনিয়র সহ-সভাপতি পঙ্কজ হাজারী, সহ-সভাপতি তপন গোস্বামী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ অর্পণ শীল, অর্থ সম্পাদক রূপন দাস বৈষ্ণব, সহ-সাংগঠনিক সম্পাদক পবলু কুমার দে, সিনিয়র সদস্য পান্না লাল দাশ, শীতলাবাড়ী যুব সংঘের সাধারণ সম্পাদক উত্তরায়ণ চৌধুরী। সভায় বক্তারা বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজা সার্থিকভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথভাবে সু-সম্পন্ন করার জন্য আলোকপাত করেন। ধলই ইউনিয়নের প্রতিটা পূজা মন্ডপের কার্যকরী কমিটি ও স্বেচ্ছাসেবকদের অগ্রনী ভুমিকা পালন করার আহবান জানান। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন জোরদার করার জন্য বলা হয়। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটা পূজা পার্বণে ধলই ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়। এতে আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী জগন্নাথ ধামের সেবায়েত নিতাই চরণ প্রভু,দপ্তর সম্পাদক সুজিত আচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজেশ দত্ত, সদস্য উপাসন ভাদুড়ী, তপন কান্তি দে, শ্যামল ধর প্রমুখ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রীশ্রী জগন্নাথ ধামের ধর্মীয় সম্পাদক মাষ্টার বিষ্ণুপদ গোস্বামী। সভাশেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে ধলই ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা সম্পন্ন হওয়ায় সভাপতি অরুণ কুমার দে এবং সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী জগন্নাথ ধাম পরিচালনা পরিষদ, ধলই ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তাবৃন্দসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,