সারাদেশ

ঝিনাইদহে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। বরং সৎ, মানবিক, দেশপ্রেমিক এবং জ্ঞানসম্পন্ন সুনাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখাই প্রকৃত শিক্ষা। ঝিনাইদহের বদরগঞ্জ আক্কাস লেক ভিউ রিসোর্টে প্রতিভাস শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক আব্দুল মজিদ বলেন, “তোমাদের জীবনের এই সাফল্য শুরু মাত্র। জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের আলোয় উজ্জ্বল হয়ে ওঠাই প্রকৃত শিক্ষা।” তিনি আরও বলেন, “তোমাদের দায়িত্ব হলো মায়ের মতো মাটি, দেশের মতো আপনজনের প্রতি দায়বদ্ধ থাকা। সততা, পরিশ্রম আর দায়িত্বশীলতা নিয়ে তোমরা যদি এগিয়ে যাও, তবে তোমরাই আগামী দিনের নেতা, গবেষক, বিজ্ঞানী ও নীতিনির্ধারক হয়ে জাতিকে আলোকিত করবে।” তিনি শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে বরং জ্ঞান দিয়ে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, মানবতার কল্যাণ ও দেশের অগ্রগতি সাধনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল এবং প্রফেশনাল সাইকোলজিস্ট সাব্বির আহমেদ জুয়েল। প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের সফল হতে শৃঙ্খলা ও সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন এবং সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,