পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীর কিশোর গাড়ী ইউনিয়নের ভূয়া সমবায় সমিতির নামে পৌনে এক কোটি টাকার গাছ নামমাত্র বিক্রি দেখিয়ে গাছের পুরো অর্থ লুটপাট করা অভিযোগ উঠেছে ।
উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ভূয়া একটি সমবায় সমিতি ” মামা ভাগ্নে সমবায় সমিতির নামে সগুনা জামে মসজিদ হতে শুরু করে মেঘার মোড় বাজার শ্রী নারায়ন চন্দ্রের চা স্টল পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তায় রোপিত ইউকিল্পিটাস গাছ ৮৫৫ (আট শত পঞ্চান্ন) টি ইউক্লিপটাস গাছ যাহার আনুমানিক মুল্য প্রায় পৌনে এক কোটি টাকার গাছ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবের যোগসাজসে নাম মাত্র মুল্যে গোপন নিলামে বিক্রি মাধ্যমে কর্তন চলমান রয়েছে। এসকল গাছ বিক্রি অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা দাবী করেন, পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ গাছ নিলাম কমিটির যোগসাজসে যে সমিতির রেজিষ্ট্রেশন নাই ও অস্তিত্ব নাই সেই সমিতিতে গাছ রোপনকারি সমিতি দেখিয়ে এ গাছ বিক্রির টাকা লুটপাট করা হয়েছে। সরেজমিনে তদন্ত করলে এ ঘটনার সত্যতা পাওয়া যাবে। তারা উক্ত গাছ কর্তন ের বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
তবে গাছ কর্তন ও নাম মাত্র মুল্যে বিক্রি করে অর্থ লুটপাটের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজী হয়নি কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও পরিষদের সচিব।
গাছ কর্তনকারীরা জানান,কাগজ কলমে কত টাকায় গাছ বিক্রি হয়েছে তা সচিব বলতে পারবে সচিবের সাথে যোগাযোগ করুন।
এদিকে পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসের ওয়েবসাইট ও অফিসিয়াল ভাবে উক্ত সমিতি” মামা ভাগ্নে সমবায় সমিতি” তালিকা ভুক্ত বা নবায়নকৃত নয়, সমিতির অফিসিয়ালি কোন বৈধতা পাওয়া যায়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, উক্ত সমিতির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গাছ কর্তনের কায্যাদেশ পত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের স্মারক নং-গাই/পলাশ/ইউপি-কিশোর/গাছ কর্তন/২০২৫/৬২(১৩) তারিখঃ ০১/০৯/২০২৫ খ্রিঃ সূত্রঃ (১) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, পলাশবাড়ী, গাইবান্ধা স্মারক নং ০৫.৫৫.৩২৬৭.০০০. ২২-০০১. ২৪.২০৩ তারিখঃ ১৫/০৪/২০২৫ ডা. (২) বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, সামাজিক বন বিভাগ, রংপুর এর স্মারক নং-২২.০১.৮৫০০.২৮১.১৭. ০১৫.২৫-৭৩২ তারিখঃ ০৩/০৩/২০২৫ খ্রিঃ, গাছ কর্তনের কার্যাদেশ প্রতিঃ মেসার্স মাহাবুব ট্রেডার্স প্রোঃ মোঃ মাহাবুব আলম পিতা: মোঃ মোজাম্মেল হক ঠিকানা: বেংগুলিয়া, কিশোরগাড়ী, পলাশবাড়ী, গাইবান্ধা। কে উক্ত গাছ কর্তনের কার্যাদেশ গত ১৭/০৮/২০২৫ খ্রিঃ ০১ নং কিশোরগাড়ী ইউনিয়নের “মামা ভাগ্নে সমবায় সমিতি” কর্তৃক “০১ নং বিশোরগাড়ী ইউনিয়নের সগুনা জামে মসজিদ হতে শুরু করে মেঘার মোড় বাজার শ্রী মারারন চন্দ্রের চা স্টল পর্যন্ত ০২ কিঃ মিঃ রাস্তায় রোপিত ইউকিল্পিটাস গাছ ৮৫৫ (আট শত পঞ্চান্ন) টি ইউক্লিপটাস গাছ বিক্রয়ের জন্য অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদার সরবরাহকারী গণের নিকট থেকে সিডিউল দরপত্র আহব্বান করা হয়। গাছ কর্তন কমিটির নিকট আপনি সিডিউল দরপত্রের সর্বোচ্চ দরদাতা হওয়ায় দরপত্র মূল্যের সমুদয় টাকা ভ্যাট ও আয়কর নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে/ব্যাংকে দাখিল করায় আপনাকে উক্ত ৮৫৫ (আট শত পঞ্চান্ন) টি গাছ ০১/০৯/২০২৫ খ্রিঃ হইতে ৩০/১০/২০২৫ খ্রিঃ মধ্যে কর্তন করার অনুমতি প্রদান করা হয়েছে।