ফরিদগঞ্জে নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়া

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার স্থলে নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন সেটু কুমার বড়ুয়া। ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। যার স্মারক নম্বর :- ০৫.৪২.২০০০.০০০.০১৪.১৯.০০১৭.২৩.৭৩
তিনি এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।
ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর যোগদানকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের মধ্যে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। তারা আশাবাদী নবাগত ইউএনও উপজেলার মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরন করবেন। এবং সাবেক ইউএনও’র রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।