ছাতকে হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার রেজাউল করিম

ছাতক প্রতিনিধি: সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ জয়কলস হাইওয়ে থানার অধীনে ছাতক উপজেলার জাউয়া বাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী’র সভাপতিত্বে ও সার্জেন্ট শিশির চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়া বাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারি পুলিশ সুপার হাইওয়ে পুলিশ (সিলেট সার্কেল) মোঃ সাইজুদ্দিন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শফিউর রহমান, মুতাওয়াল্লি জাউয়াবাজার জামে মসজিদ, সাবেক মেম্বার আব্দুর রহিম, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাস কার্যকরী পরিষদের সভাপতি বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর চেয়ারম্যান সোহেল মিয়া, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন সকল অফিসার ইনচার্জগন সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই ক্যাম্প প্রতিষ্ঠার জন্য হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নকে ধন্যবাদ জানান। তারা আরো বলেন এই ক্যাম্প প্রতিষ্ঠার ফলে জাউয়াবাজারস্থ সকল ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক বিমা, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজসহ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা বাড়বে। চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হওয়া সহ জাউয়াবাজারে যানযট সমস্যার স্থায়ী সমাধান হবে। ফলে সড়ক দূর্ঘটনা কমে আসবে। প্রধান অতিথি হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মো: রেজাউল করিম বক্তব্যে বলেন, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজী থেকে পাগলাবাজার পর্যন্ত ৪৭ কিলোমিটার অংশের নিরাপত্তার জন্য একটি মাত্র থানা রয়েছে যা নিরাপত্তার জন্য পর্যাপ্ত নয়। সে বিবেচনায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাঝামাঝি জায়গা অর্থাৎ জাউয়াবাজারে এই ক্যাম্পটি প্রতিষ্ঠার মাধ্যমে এই সড়কে হাইওয়ে পুলিশের সক্ষমতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হলো। তিনি পরিবহন সংশ্লিষ্ট সকলকে সড়ক পরিবহন আইন মেনে মহাসড়কে যানবাহন চালানোর অনুরোধ করেন এবং সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ীদের অবদান রয়েছে আগামীতেও এরকম সহযোগিতা কামনা করেন।