শিক্ষাঙ্গন

ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ; বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ইবি প্রতিনিধি:

যশোর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি সাকিব বাবু চাকলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আল মাহদী এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছা: শামীমা নাসরিন। এসময় যশোর জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি সাকিব বাবু চাকলাদার নবীনদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে, নোট রাখতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব, যোগাযোগ ও বক্তৃতা দক্ষতা বাড়াতে হবে। মাদক, জুয়া ও অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। নামাজ, ঘুম, খাওয়া-দাওয়া নিয়মমতো করে সুস্থ থাকতে হবে।

এসময় তিনি মেয়েদের সাবধানে চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা, খেলাধুলা ও নিজের রান্না করার অভ্যাসের পাশাপাশি ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য প্রস্তুতি নিতে গবেষণা, সার্টিফিকেট ও শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘নকশী কাঁথা ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা’— যশোর বাংলাদেশর একটি ঐতিহ্যবাহী জেলা। প্রতিবছর বহু শিক্ষার্থী এই জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়তে আসে। যশোর থেকে আগাত সকল শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করে এই জেলা কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। যশোরিয়ানদের এই মেলবন্ধন যুগ যুগ ধরে টিকে থাকুক। ইবির মত দেশ-বিদেশে সবখানেই যশোরিয়ানরা ঐক্যবন্ধ হয়ে তাদের সুঘ্রাণ ছড়িয়ে দিক।

 

উল্লেখ্য, যশোর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর