সারাদেশ

জামালপুরে আট বছর পর পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি
জামালপুর

দীর্ঘ আট বছর পর জামালপুর পৌরসভায় অনুষ্ঠিত হলো কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত সমন্বয় সভা।

পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জামালপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় পৌর প্রশাসক ও উপ-সচিব মৌসুমী খানম এর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, “পৌরসভার প্রতিটি কাজ জনগণের কল্যাণের জন্য। তাই সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে। নাগরিক সেবা যেন সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়—এটাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দীর্ঘ আট বছর পর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় আমরা আবারও সবাই একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টাই জামালপুর পৌর সভাকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপ দিতে পারে।”

সভায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা পৌরসভার চলমান প্রকল্প, বাজেট বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা প্রকৌশলী, হিসাব কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, ট্যাক্স কর্মকর্তা, পরিচ্ছন্নতা সুপারভাইজার সহ সকল বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভা শেষে পৌর প্রশাসক মৌসুমী খানম সবাইকে নিরপেক্ষ ভাবে,আন্তরিকত ও সবার সময়ক্রমে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। দীর্ঘ প্রায় আট বছর পর জামালপুর পৌর সভার কর্মকর্তা, কর্মচারী ও স্টাফদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত সবাই অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা জানান, এমন উদ্যোগ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পৌর সভার কার্যক্রমে নতুন গতি ও প্রেরণা যোগাবে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,