ইবি স্বপ্নবিতানের নেতৃত্বে সায়েম, ইমরান
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন স্বপ্নবিতানের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ১০৫ নং কক্ষে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ইবি থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী হাসিব।
নবনির্বাচিত সভাপতি সায়েম আহমেদ বলেন, “সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। স্বপ্নবিতানের মতো একটা সংগঠনে নির্বাচিত হওয়াটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছি। ইচ্ছা থাকবে স্বপ্নবিতান যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। স্বপ্নবিতান শুধু একটা সংগঠন না, বরং এটা একটা আদর্শ, একটা আইডোলজির নাম। স্বপ্নবিতানের সাথে সম্পৃক্ত সকল সদস্য যেন স্বপ্নবিতানকে একটা আদর্শিক মানদণ্ড হিসেবে বিবেচনা করে সংগঠনের সাথে অন্তর্ভুক্ত থাকে এই আশা করছি। স্বপ্নবিতান ইসলামি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো কিছু উপহার দেবে।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদেরকে ভালো কাজের মধ্যে দিয়ে হৃদয়ের শুভ্র আলো কে দেশ, সমাজ, রাষ্ট্রে ছড়িয়ে দিতে কাজ করতে হবে। স্বপ্ন বিতান তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং আশা করছি নির্বাচিত নতুন নেতৃত্ব স্বপ্ন বিতানের এই স্বপ্ন যাত্রা ত্বরান্বিত করবে।




