সারাদেশ

লালমনিরহাট আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে পরিচয় বিহীন বৃদ্ধার মৃত্যু।

লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেল লাইনে ঘোরাফেরা করছেন এক বৃদ্ধা। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি নামুড়ি স্টেশন পার হলে অজ্ঞাত ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। উপস্থিত জনতা কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে পলাশী ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। একই সাথে বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,