লাইফস্টাইল

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জসিম, সম্পাদক আরিফ তৌহিদ

 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আবুসালেহ জসিম ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস পেয়েছেন ৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলা পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আরিফ তৌহিদ ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি বদরুল আহসান সাকিব পেয়েছেন ৫ ভোট।

এর আগে গত ৩ ডিসেম্বর পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মেহেদী হাসান-কে প্রধান নির্বাচন কর্মকর্তা করে নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্য ছিলেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গাজী।

নির্বাচন কমিশন ৭ ডিসেম্বর তফসিল ঘোষণা করলে তারই ধারাবাহিকতায় বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান ফলাফল ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মো. জামাল হোসেন (দৈনিক চিত্র), যুগ্ম সাধারণ সম্পাদক: তাওহীদুল ইসলাম শুভ (আরটিভি),
সাংগঠনিক সম্পাদক: মো. মহিবুল (দৈনিক গণকণ্ঠ),
কোষাধ্যক্ষ: মো. বেল্লাল হোসেন (দৈনিক বিকাল বার্তা),
উক্ত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্টরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মো. ফিরোজ (দৈনিক গণমুক্তি), রফিকুল ইসলাম কাকন (জি নিউজ বিডি ডটকম), নাজমুল ইসলাম সৈকত (দৈনিক ভোরের বাণী) এবং মো. মাইনুল হাসান (দৈনিক জয় সাগর)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি লাইফস্টাইল সারাদেশ

বিএনপি নেতা আবুল কালাম এর মুক্তিতে উচ্ছ্বসিত এলাকাবাসী

  ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ (গদি কালাম) দীর্ঘ ১১ দিন জেল হাজতে থাকার পরে
লাইফস্টাইল সারাদেশ

পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন