যশোর-২ আসনে এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা রিপন মাহমুদ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদের কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা রিপন মাহমুদ ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, দেশের প্রচলিত রাজনীতির বাইরে তার দল সেবা ও সমস্যা সমাধানের নতুন ধারা প্রবর্তন করতে চায়। রিপন মাহমুদ বলেন, “আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে কাজ করছি যেখানে দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি প্রকল্পে স্বচ্ছতা থাকবে। নির্বাচিত হলে আমি জাতীয় সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করার পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়ন ও নীতি নির্ধারণে জোরালো ভূমিকা রাখব।”




