সারাদেশ

যশোর-৮৫ শার্শা-১ আসনে, তৃপ্তির মনোনয়ন পূর্নবহালের দাবীতে গণজমায়েত অনুষ্ঠিত

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি:
 বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য এবং শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পূঃন বহালের দাবিতে শার্শা স্টেডিয়ামে মাঠে এক বিশাল গনজমায়েত অনুষ্ঠিত হয়। সমাবেশে আবেগ জড়িত কন্ঠে বলেন, ৮০’র দশকে ছাত্র রাজনীতি দিয়ে বিএনপির সাথে জীবনের অর্ধেকের বেশি সময় পার করেছি। দীর্ঘসময়ে অসৎ পথ অবলম্বন করেনি। শার্শার মানুষের ভালবাসা নিয়ে কাজ করে গেছি। শার্শার মানুষের প্রাণের দাবি তাদের নেতাকে তারা সংসদে দেখতে চায় বলে আজ এই মাঠে জমায়েত হয়েছে।
আপনাদের ভালবাসা নিয়ে আমি পথ চলতে চায়।  এ সময় বিএনপি কর্মিদের অনেকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
তিনি বিকাল সাড়ে ৪টার সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের নিকট  মনোনয়ন পত্র জমা দেন।  মনোনয়ন পত্র জমাদেন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার মনোনয়ন পরিবর্তন করা হয়েছে তা আমি পত্র পত্রিকায় দেখেছি। আমাকে কোন চিঠি দিয়ে জানানো হয়নি। দলের প্রতি এবং আমার নেতা তারেক রহমানের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। আমি বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। শেষ সময় পর্য্যন্ত আমি আমি অপেক্ষা করবো। আমি আমার বিশ্বাস দলের প্রতি তার ত্যাগ এবং অকুণ্ঠ সমর্থন এবং ভালবাসার কারনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন পুনর্বহাল করবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,