সারাদেশ

আগুনে পুড়ে গেল বসতঘর 

জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম জেলা
 প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার রাংগুনীয়া উপজেলার ১৪নং  দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯নং ওয়াড খোরশেদ তালুক গ্রামের মোহাম্মদ আলমগীর  অগ্নিকাণ্ডে সর্বস্ত হারিয়েছেন।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার বসতঘর ও ফার্মেসী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় খোরশেদ তালুক গ্রামে এ ঘটনা ঘটে।প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সকালে বের হন আলমগীর চাকরিতে।দুপুর ১২ টায় দিকে তার বসতঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলে।
আগুন দেখে স্হানীয় কুদুরুস চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।কিন্তু ততক্ষণে সবশেষ।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘরপুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। খবর পেয়ে বাড়ি ফিরে আসে নিজের চোখের সামনে বসতঘর পুড়ে যেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আলমগীর।
তিনি জানান ঘরের ভেতর থাকা আসবাবপত্র, কাপড় চোপড়,নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপএ আগুনে পুড়ে গেছে।পরিবারের সদস্যরা শুধু পড়নের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,