রাজনীতি

জয়পুরহাট-১ আসন বিএনপি মরিয়া আসনটি দখলে,জামায়াতে ইসলামী ও ছাড় দিতে নারাজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের পাঁচবিবি ও সদর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট এক আসন। জয়পুরহাট এক আসনে বিএনপি থেকে তিনজন এমপি পদে মনোনয়ন চেয়েছিলেন। এই আসনটি দীর্ঘ সময় বিএনপির দখলে ছিল। সর্বশেষ বিএনপি থেকে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন মো: মোজাহার আলী প্রধান। বর্তমানে তিনি মৃত হওয়ায় আসনটিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তার ছেলে মাসুদ রানা প্রধান। মো: মাসুদ রানা প্রধান জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা। তিনি জয়পুরহাট এক আসনে ধানের শীষের মার্কা নিয়ে লড়বেন।

জয়পুরহাট এক আসনে মো: ফজলুর রহমান সাঈদ তিনি দাড়ি পাল্লা মার্কায় লড়বেন । জামায়াতে ইসলামীর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান সাঈদ তিনি জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য।

জয়পুরহাট এক আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও প্রাথমিক মনোনয়ন যাচাইয়ে ৪জন প্রার্থী বৈধ ও বাকি ৪ জনকে অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বৈধ ৪ জন প্রার্থী হলো বিএনপির মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ, বাসদের ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের তৌফিকা দেওয়ান। অবৈধ ৪ জন প্রার্থী হলো খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, এবি পার্টির সুলতান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ও সামসুজ্জামান।

বৈধ প্রার্থী ৪ জন হলেও লড়াইটা হবে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মধ্যে। সাধারণ ভোটাররা দুই প্রার্থীকে মূলত হিসেবে রাখছে। জনমত জরিপে ধারণা করা হচ্ছে এই দুই প্রার্থীর মধ্যে একজন প্রায় ৫০০০০ ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে। বিএনপি মরিয়া দীর্ঘ সময় বিএনপির দখলে থাকা আসনটি পুনরুদ্ধারে। অপরদিকে জামায়াতে ইসলামীও ছাড় দিতে নারাজ তারাও আসনটিতে জয়লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ