পলাশবাড়ীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি সোমবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের পরিচালনায় এ কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
এতে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নাহিদ মাহমুদ সৌরভ। এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা ছাত্রদল নেতা শামিম রেজা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজীব আহমেদ,যুগ্ন আহবায়ক মাহমুদ, ইউসুব মন্ডল লেবু, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদসহ উপজেলার সকল ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




