সারাদেশ

মৌলভীবাজারে দুদিন ব্যাপী  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা  শুরু 

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা শেষে সদর উপজেলা প্রাঙ্গণে  এ মেলার উদ্বোধন করা হয়।
সদর উপজেলার নিবার্হী অফিসার মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন,অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ।
উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি),মৌলভীবাজার সদর সানজিদা আক্তার,উপজেলা শিক্ষা অফিসার আব্দুছ সামাদ মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রিপন চন্দ্র দাস,শাহ হেল্লাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হক।
মেলায় মৌলভীবাজার সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।মেলায় জলবায়ু পরিবর্তন ও উন্নত জীবন  বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং