সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর পৌণে ৩ লাখ টাকা ও ৪ টি মোবাইল ছিনতাই

মোঃলিটন চৌধুরী, নারায়ণগঞ্জ  (প্রতিনিধি):
রাত সাড়ে ১১ টার সময় এক ব্যবসায়ীর পৌণ ৩ লাখ টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়েছে৷ ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় বিসমিল্লাহ টেলিকম নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে৷
 অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ জামান বলেন রাত সাড়ে১১ টায় দোকান বন্ধ করে একটি ব্যাগে পোণে ৩ লাখ টাকা ও ৪ টি মোবাইল ফোন বহন করে বাসার উদ্দেশ্যে রওয়ানার সময় অজ্ঞাত ছিনতাইকারী আমার টাকাসহ ব্যাগটি ছিনিয়ে দৌড়ে পালায়৷ এ সময় তিনি ডাকচিৎকার দিলেও কেউ এগিয়ে আসেনি৷ এ খবর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পেয়ে রাতেই এসআই মোঃ ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী জামান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে৷ সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ মাসুম বিল্লাহ বলেন অভিযোগ পেয়েছি তদম্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷সোমবার দিনে দুপুরে একই এলাকা থেকে জামাল হোসেন সাগরের একটি মোটর সাইকেল সোমবার বিকেল ৩ টায় বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে চুরি হয়েছে বলে ভুক্তভোগী জামাল হোসেন সাগর জানিয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং