সারাদেশ

ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির অভিযোগে পিয়নের বিচার দাবিতে বিক্ষোভ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ আর এম হাটকে উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি নুর নবীর বিচার দাবিতে  বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।বুধবার,সকাল ১১টার দিকে সোনাগাজী ফেনী সড়ক অবরোধ ও মিছিল করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এর আগে,বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে অফিস সহকারি নুরনবীর বিরুদ্ধে।প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা না নেওয়ায় সকালে ক্লাশ বর্জন করে সোনাগাজী ফেনী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয় শিক্ষার্থীরা।উল্লেখ্য,২০২৪ সালে অপর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠে এই পিয়নের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয় তার বিরুদ্ধে কিন্তু তার বিরুদ্ধে স্থায়ী কোন ব্যবস্থা না নেওয়ায়
তার এই ধরনের অপরাধ মুলক কাজ বেড়ে চলছে।তার হাতে প্রতিনিয়ত শিক্ষার্থীরা যৌন হয়রানি হচ্ছে লজ্জায় কেউ মুখ খুলছে না।তার বিচারের দাবিতে তাই শিক্ষার্থীরা ফেনী সোনাগাজী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং