ফেনীর কালিদহ ও লেমুয়ায় চুরির মাত্রা বেড়েছে,আতঙ্কে গ্রামবাসী।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর কালিদহ ও লেমুয়া ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে।প্রতিটি গ্রামে প্রায় প্রতিদিনই কোনো না কোনো চুরির ঘটনা ঘটছে। এমনকি পল্লী বিদ্যুতের ট্রান্সমিটারও বাদ যাচ্ছে না চোরচক্রের হাত থেকে।এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।স্থানীয়দের অভিযোগ,সাধারণ চুরির পাশাপাশি ট্রান্সমিটার চুরির ঘটনা বাড়ায় বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটছে।এছাড়া নতুন ট্রান্সমিটার বসানোর খরচ বহন করতে গিয়ে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।লেমুয়া ইউনিয়নের এক বাসিন্দা বলেন,দিনের বেলায়ও চুরি হচ্ছে।ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই।আর ট্রান্সমিটার চুরির কারণে বিদ্যুৎ সমস্যায় আমরা ভীষণ অসুবিধায় আছি।কালিদহ ইউনিয়নের আরেক গ্রামবাসী জানান,বারবার বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হওয়ায় পুরো গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।কিন্তু এই চুরি ঠেকানোর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
এই বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে,চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।পাশাপাশি এলাকাবাসীকে সজাগ থেকে অপরিচিত কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে বলা হয়েছে।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে,চুরির ঘটনা রোধে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং ট্রান্সমিটারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।গ্রামবাসীরা এই চুরিচামারি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।তারা আশা করছেন,শিগগিরই এই সংকটের সমাধান হবে।