সারাদেশ

পিতার দায়ের কোপে প্রাণ গেল মেয়ের

 নিরব তালুকদার (প্রিয়) হবিগন্জ প্রতিনিধিঃ
 বুধবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়নের ঘণশ্যামপুর গ্রামে পিতার দায়ের কোপে প্রাণ হারিয়েছেন কিশোরী মেয়ে রানু বেগম (১৫)।এ ঘটনায় রানু বেগমের ঘাতক পিতা মঈনুদ্দিন (৪২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।ঘটনা সূত্রে জানাযায়, রানু বেগম অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত থাকায় বিষয়টিকে তার পিতা মঈন উদ্দিন ভালোভাবে নিতেন না। এই নিয়ে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে রানু বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন পিতা মঈন উদ্দিন (৪২) ।ঘটনার পর পরই স্থানীয় লোকজন মঈন উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান, মোবাইলে ফোন ব্যবহারের জেরেই এ ঘটনা ঘটিয়েছে তার স্বামী। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আটক মঈনুদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,