ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী
টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার স্লোগানে-ইন্ডাস্ট্রিয়ালিস্টস এ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জানুয়ারী)বিকেল ৩টায় রাজশাহীর অলকার মোড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব ড.আব্দুর রহিমের সঞ্চালনায় বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ নুরুজ্জামান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর জনাব মুহম্মদ শহিদুল ইসলাম।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে জন সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল,জোন সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল,মহানগর সভাপতি এ কে এম সারোয়ার জাহান প্রিন্স,সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান।
সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উপদেষ্টা কমিটির সদস্য মোঃগোলাম মুর্তজা,মাওলানা আব্দুল খালেক, অধ্যাপক মইনুল হোসেন প্রমূখ।
সম্মেলনে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে উপস্থিত থেকে প্রধান অথিতির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন যথাক্রমে অধ্যাপক নুরুল ইসলাম, মোঃ গোলাম সাকলায়েন,মাওলানা আব্দুল হালিম, আলহাজ্ব সাহারুল হুদা,রবিউল ইসলাম খাঁন,অধ্যক্ষ ড.আব্দুর রহিম, মোঃখায়রুল বাশার,মাওলানা মোঃরুহুল আমিন,কৃষি উদ্যোক্তা আজের আলী প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ নুরুজ্জামান লিটন সভাপতি ও অধ্যক্ষ ড.আব্দুর রহিম সেক্রেটারি নির্বাচিত হন।
পরে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে ২৩ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী পরিষদ গঠন করা হয়।
সম্মেলনে সংগঠনের চারজন আজীবন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সম্মেলনে গোদাগাড়ী,তানোর,মোহনপুর,বাগমারা ,দূর্গাপুর,পুঠিয়া, চারঘাট,উপজেলার ২৫০জন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
এছাড়াও সম্মেলনে রাজশাহী চেম্বারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।