সারাদেশ

যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় রূপান্তরের আয়োজনে শ্যামনগরে যুব নেতৃত্ব ও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে মুন্সিগঞ্জ লিডার্সের কেএমসির হল রুমে অনুষ্ঠিত  কর্মশালায় রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগরকে পলিথিন ও প্লাস্টিক মুক্তকরণে সকলের সহায়তা চান।  একই সাথে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাসিমা আনোয়ারা বেগম, লিডার্সের কার্যনির্বাহী পরিষদ সভাপতি মাষ্টার নজরুল ইসলাম ও শিক্ষক রনজিৎ কুমার বর্মন।

প্রশিক্ষণে যুব ফোরামের ৩১ জন্য যুবক যুবতীদের ফ্যাসিলেটর খালিদ লামি ও আরিজা আঁখি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। জানা যায়  প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে  সুন্দরবন রক্ষায় -যুব নেতৃত্বে প্লাস্টিক দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারনাকে বাড়িয়ে তুলে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং