ফেনীর দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন নজির আহাম্মদ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঞা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান পরিদর্শক নজির আহাম্মদ।বুধবার(২২ জানুয়ারী)দাগনভূঞা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের(বিআরডিবি)অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।উপজেলা পল্লী ভবনে বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম,দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ লুৎফুর রহমান ও দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোহাম্মদ আলী।দাগনভূইয়া উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর প্রতিনিধি ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।মোট ভোটার ছিলো ৬৭ জন।নির্বাচনে চেয়ারম্যান পদে দাগনভূঞা বিআরডিবির সাবেক প্রধান পরিদর্শক নজির আহাম্মদ চেয়ার প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।দাগনভূইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল বলেন নির্বাচনে সভাপতি পদে নজির আহাম্মদ চেয়ার প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন২৬ ভোট।মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন দিয়েছে।দাগনভূইয়া বিআরডিবির নির্বাচনে সহ-সভাপতি রহিম উল্যাহ বাবুল ও সদস্য পদে আবদুর রহমান মামুনসহ ছয়জন এককভাবে মনোনয়ন দাখিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জীবন চন্দ্র পাল ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু নোময়েন।