সারাদেশ

রৌমারীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত 

জহুরুল ইসলাম রৌমারী প্রতিনিধি:

গত চার দিন থেকে কুড়িগ্রাম জেলার রৌমারীতে সূর্যের দেখা মেলেনি৷ যার ফলে কর্মজীবী ও  দিনমজুর মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে৷বেলা ১২:০০ টা বাজলেও ঘন কুয়াশা ঢেকে আছে পুরো অঞ্চল৷টানা চার দিন থেকে সূর্য্যের মুখ দেখা যায়নি। মেঘলা আকাশে ডাকা ছিল সমস্ত অঞ্চল। বিকেল হতেই হিমালয়ের বরফ ছোঁয়া কনকনে ঠান্ডা বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। চরম কষ্টে পরে নদ-নদী অববহিকার মানুষ। ঘন কুয়াশার কারণে দিনমজুর খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না৷ কৃষকরা মাঠে কাজ করতে পারছে না৷ বেকার ঘরে বসে থেকে সময় পার করছে এসব দিনমজুর মানুষ৷চায়ের দোকানে বসে সময় পার করছেন৷

রাত জুড়ে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। সারাদিনেই  ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রকৃতি। ঘন কুয়াশায় দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

 কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক কষ্ট হচ্ছে৷

অটো গাড়ির ড্রাইভার শুকুর আলী বলেন –

ঠান্ডার কারণে গাড়ি চালাতে পারছিনা সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে৷

এদিকে তীব্র শীতের কারণে শিশু ও বৃদ্ধদের রোগবালাই বেশি হচ্ছে৷ হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন৷

ইতিমধ্যে রৌমারীর বিভিন্ন অঞ্চলে কয়েকটি সংস্থা শীতবস্ত্র  বিতরণ করেছেন শীতার্তদের মাঝে, যদিও তা পর্যাপ্ত নয়৷

এখন বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিট  পর্যন্ত রৌমারীতে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং