এন্টিবায়োটিক সচেতনতা নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি, পাশে জে.টি.আই.টি ফাউন্ডেশন।

প্রসেন সরকার, নবীগঞ্জ।
অযাচিত এন্টিবায়োটিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। এর প্রেক্ষাপটে জনসচেতনতা বাড়াতে জাগো তরুণ ইনফরমেশন টেকনোলজি (জে.টি.আই.টি) ফাউন্ডেশন আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প ও এন্টিবায়োটিক সচেতনতামূলক কর্মসূচি।
এই জনকল্যাণমূলক উদ্যোগে সার্বিক সহায়তা করছে স্থানীয় সংগঠন নেহালপুর সমাজ কল্যাণ সংস্থা।
আগামী ০৬ জুলাই ২০২৫, রবিবার, দিনব্যাপী এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে, যেখানে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ এবং চিকিৎসকদের পরামর্শ পাবেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে এন্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা ও সচেতনতার উপর।
কী থাকছে এই মেডিকেল ক্যাম্পে:
পেশাদার চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
প্রয়োজনীয় ওষুধ বিতরণ
এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা
সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ
শিশু, বৃদ্ধ ও নারী রোগীদের জন্য বিশেষ পরামর্শ।
জে.টি.আই.টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক জনাব সজল চন্দ্র বলেন,
আমরা চাই, মানুষ ওষুধ গ্রহণে আরও সচেতন হোক। এন্টিবায়োটিকের অযথা ও ভুল ব্যবহারে অনেক সময় ওষুধ কাজ করা বন্ধ করে দেয়, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।”
নেহালপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মাঝে এমন সচেতনতামূলক উদ্যোগ এলাকায় আগে কখনো দেখা যায়নি। আমরা গর্বিত, এমন একটি মহতী কাজের অংশ হতে পেরে।”
আয়োজন সংক্রান্ত বিস্তারিত:
📍 স্থান: নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
🗓️ তারিখ: ০৬/০৭/২০২৫ (রবিবার)
🏘️ ঠিকানা: নেহালপুর, কীর্ত্তিপাশা, কেঁওড়া, ঝালকাঠি
☎️ যোগাযোগ: ৮২/১, রশিদ ভিলা (নিচতলা), উত্তর যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪
📞 মোবাইল: ০১৭৫৬-২১৩৩৪০
এই মানবিক ও সচেতনতামূলক আয়োজন শুধু স্বল্প আয়ের জনগণের চিকিৎসাসেবার অভাব পূরণ করবে না, বরং সমাজে স্বাস্থ্যবিধি ও ওষুধ ব্যবহারে সচেতনতার বীজ বপন করবে।
‘সচেতনতা থেকেই প্রতিকার’—এই বার্তা নিয়েই এগিয়ে চলুক জে.টি.আই.টি ফাউন্ডেশনের এই মহৎ যাত্রা।