সারাদেশ

উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ
র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের অভিযানে উল্লাপাড়া থানা এলাকা থেকে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর এলাকায় পলাতক আসামি মিরাজ ফকিরের টিনের ঘরে এ অভিযান চালায়।
এ সময় উদ্ধার করা হয় ৩১ দশমিক ৫৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি। মূর্তিটির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, মাথা থেকে পা পর্যন্ত উচ্চতা ১২ ইঞ্চি এবং প্রস্থ ১২ ইঞ্চি বলে র‌্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাহিন আলম (৩০) নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের মোঃ আলমাছ আলীর ছেলে ও মোঃ আমিরুল ইসলাম (৪৫) শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে উভয় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,