” আওয়ামীলীগ নেতা গ্রেফতারে আনন্দ প্রকাশ ও বিচার দাবী “

মো: ইফতেখার হাবীব(কুমারখালী-কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগনেতা আটকের পর আনন্দ ও বিচার দাবী করেছেন ভুক্তভোগী ও এলাবাসী।
আটক হয়েছেন উপজেলার শিলাইদহ ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, আওয়ামী লীগের শাসনামলে আশরাফ আলী জমি দখল, অবৈধভাবে বালি উত্তোলন, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিল। আওয়ামী সরকার পতনের পরও চাঁদা না দেওয়ায় সম্প্রতি আশরাফ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে জেলে পাড়ার ৯ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে জানান তারা। আশরাফ আলীর আটকের পর আনন্দ এবং দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক বিপ্লব হোসেন জানান, আশরাফ আলীর বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ সহ একাধিক মামলাও রয়েছে। ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।