” কুমারখালিতে রাসেল ভাইপারের কামড়ে নিহত :১”

মো: ইফতেখার হাবীব( কুমারখালী-কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুরের
কৃষক কামরুজ্জামান প্রমাণিক (৫০) রাসেল ভাইপারের কামড়ে মারা যান
কৃষক কামরুজ্জামান প্রমাণিক (৫০) রাসেল ভাইপারের কামড়ে মারা যান
কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, কামরুজ্জামান বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিষ্কার করতে যান।
পরিষ্কার করার করার সময় একটি রাসেলস ভাইপার কামড় দেয়। পরে কামরুজ্জামান সাপটিকে মেরে ফেলেন। পরে চিকিৎসার সুবিধার্থে সাপসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৩০ মিনিট পর সেখানে তার মৃত্যু হয়।