সারাদেশ

দেবীগঞ্জ থানার অফিস কক্ষের আধুনিকায়নের উদ্ধোধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর অফিস কক্ষ আধুনিকায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস কক্ষটি আধুনিকায়নের উদ্ধোধন করেন।
দেবীগঞ্জ থানার জনসাধারণকে আরও উন্নত সেবা দেয়ার জন্য ও দেবীগঞ্জ উপজেলাকে অপরাধমুক্ত করার জন্য দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কক্ষ আধুনিকায়ন করা হয়। অফিস কক্ষটি অত্যাধুনিক ভাবে সম্প্রসারন করা হয়েছে। অফিস কক্ষে রয়েছে সেবা প্রার্থীদের বসার জন্য পরিপাটির ব্যবস্থা করা হয়। অফিস কক্ষে বসার জায়গার স্বল্পতার কারণে সেবা প্রার্থীরা এসে বসতে পারত না। যার কারনে বাইরে অপেক্ষা করতে হতো। এবার  সুদৃশ্য মনোরম পরিবেশে বসে এবার সেবা প্রার্থীরা তাদের অভিযোগ জানাতে পারবেন অফিসার ইনচার্জ (ওসি) কে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা অফিস কক্ষটি  আধুনিকায়নের  পরিকল্পনা ও বাস্তবায়ন করেন এছাড়াও এটি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সার্বিক তত্বাবধান করেন। ২৬ মে অফিস কক্ষটি আধুনিকায়নের উদ্ধোধন করা হয়।
এসময় দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমাসহ দেবীগঞ্জ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,