সারাদেশ

লালমনিরহাট পাটগ্রামে পুশইনের শিকার ৬ ভারতীয় বিজিবির হাতে আটক

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় পুশইনের শিকার ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে তাদেরকে আটক করে ৬১ বিজিবি তিস্তা ২ ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটককৃত ভারতীয় ব্যক্তিরা হলেন, ভারতের আসাম রাজ্যের জামুগিরি (গোলাঘাট) গ্রামের মৃত সেলিম উদ্দিন আহম্মদের ছেলে মো: নিজাম আহমেদ (৪৮), একই রাজ্যের ইসলামপুরের মেরাপানি (গোলাঘাট) গ্রামের মজিবেত গফুরের ছেলে মো: আব্দুল গফুর (৫৬), একই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে হাফিজা বেগম (৩৫), আমীর আলীর মেয়ে নুরেজা বেগম (৪৫), আসামের দলগাও (দরং) গ্রামের নবী হোসেনের ছেলে মো: কিসমত আলী (৬৩) ও একই গ্রামের নুরনবী হোসেনের ছেলে মো: রহমত আলী (৩৫)।
বিজিবি ও স্থানীয়রা জানান, গত ২৮ মে রাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতায় হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ওপারে ভারতের ৭৮ বিএসএফের গীতলদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ছয় ব্যক্তিকে সীমান্ত পিলার ৯০৮/এস এর নিকটবর্তী এলাকা দিয়ে তাদেক বাংলাদেশে পুশইন করেছিল। পরে তারা ওই এলাকার এক ব্যক্তির অধীনে থাকার পর শুক্রবার দুপুরের দিকে উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকায় সন্দেহ জনক ঘোরাফেরা করছিল। পরে বিজিবি গোপন সংবাদের মাধ্যমে ওই ছয় ভারতীয় নাগরিককে আটক করেন।
এ ঘটনায় বিজিবি বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে আটককৃতদের তথ্যাদি বিএসএফ গ্রহন করে। সেই সব তথ্য তারা যাচাই বাছাই করে সঠিক হলে শনিবার আটককৃতদের ফেরত নেয়ার প্রতিস্রুতি দিয়েছে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় নাগরিকদের যাবতীয় তথ্যদি দেয়া হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে শনিবার তারা তাদের পুলিশের মাধ্যমে গ্রহন করার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,