বাজার থেকে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধ আবুল কালাম এর, সড়ক দূর্ঘটনার প্রাণ গেলো তার

মোঃ রাফসান জানি, ভোলা
মাছ নিয়ে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধ আবুল কালাম (৬০) এর, সড়ক দূর্ঘটনার প্রাণ গেলো তার।লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডের সওদাগরের চৌমুহনী মাছ কিনতে গিয়েছিল পরিবারের জন্য। কে-বা জানতো তার আর বাড়ি ফেরা হবে না,লালমোহন থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় সড়কে ছিটকে পড়েন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন ভোলায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার, এতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
আবুল কালাম ভোলার লালমোহন পৌরসভার ১২ নং ওয়ার্ডের মৃত তোরাব আলীর ছেলে, পেশায় একজন কৃষক ছিলেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে লালমোহন পৌরসভার ২ নং ওয়ার্ডের সওদাগরের চৌমুহনী বাজার এলাকায়।
প্রতিবেশী শফিক ঢাকা ক্যানভাস’কে জানান, আমাদের সাথে চায়ের দোকানে চা পানকরে মাছ কেনার জন্য বাজারে যাওয়ার সময় লালমোহন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয় তাকে, আমরা কয়েকজন মিলে মোটরসাইকেল ও চালক’কে আটক করি এবং আবুল কালাম ভাইকে হাসপাতালে নিয়ে যাই,লালমন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সদর হাসপাতালে আনার পর মৃত্যু হয় তার।
তিনি আরো বলেন, আবুল কালাম খুব ভালো মনের মানুষ ছিলেন, শত শত মানুষের মৃত্যু পরে করব ও গোসল করিয়েছেন, কারো মৃত্যুর খবর শুনলেই ছুটে যেতেন তিনি এবং নিজের ইচ্ছায় গোসল’সহ কবর করতেন আজ তার কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তার করব কবরে অন্য জন।
আবুল কালাম এর পরিবারে রয়েছে স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে’সহ নাতি নাতনি।
তার ছোট ছেলের বউ আমেনা ঢাকা ক্যানভাস’কে জানান, আমার শশুর সকালে বাজারে গিয়েছে মাছ তরকারি কেনার জন্য, বাজারে মোটরসাইকেল’র সাথে এক্সিডেন্ট হন। আমরা খবর পেয়ে ছুটে যাই লালমোহন হাসপাতালে সেখান থেকে ভোলা হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কালাম এর ছোট ছেলে মোঃ শরিফ বলেন,বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আমার বাবার প্রাণ যায়, বাবাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম, বাবা খুবই ভালো মনের মানুষ ছিলেন। গ্রামের শত শত মানুষের মৃত্যু পরে করব ও গোসল করিয়েছেন, আজ তার কবর খুঁড়তে হবে।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, ঢাকা ক্যানভাস’কে জানান,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।