সারাদেশ

শিশুদের মুখে হাসি ফোটাতে কেরানীগঞ্জ বন্ধুসভার ফল উৎসব

কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ১৭০ জন শিশুর মাঝে মৌসুমি ফল–আম, জাম, লিচু ও পেয়ারা–বিতরণ করা হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বাস্থ্যবান ও সচেতনভাবে বেড়ে ওঠার বার্তা দিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা ফল পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। অনেক শিশুই জানায়, জীবনে প্রথমবারের মতো এত রকম ফল একসঙ্গে পেয়েছে তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু ফল খাওয়ানোই নয়, শিশুদের মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কেও জানানো হয়েছে এই আয়োজনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি তানজিমা। তিনি বলেন, আমরা চাই শিশুরা সুস্থ, সচেতন এবং আনন্দময় পরিবেশে বেড়ে উঠুক। তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন। তিনি বলেন, বন্ধুসভার এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে উঠছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পরিষদের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক সাজ্জাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কেরানীগঞ্জ বন্ধুসভা শিশুদের জন্য মানবিক, শিক্ষামূলক ও আনন্দঘন কার্যক্রম চালিয়ে যাবে। কেবল ফল বিতরণ নয়, বরং শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই বন্ধুসভার এই ছোট ছোট পদক্ষেপ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,