সারাদেশ

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে  দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ২নং ওয়ার্ড বিএনপি‘র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের দক্ষিন সাহেবপাড়া এলাকায় এ আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাছান, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জসিম হোসেন, মো. সেলিম, মো. সোহেল আহম্মদ, মো. নাজমুল হোসেন, মো. আসাদুল, মো. রিয়াজ হোসেন, মো. জালাল হোসেন, মো. আরমান, মো. জসিম, মো. বাবু, মো.মামুন, মো. মোস্তাফা, মো. রুবেল, মো. সাইফুল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক খুঁেজ পাওয়া যেত না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আসতো না। ১৭ বছর পর আজ আমরা স্বাধীন ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করছি। এই স্বেরাচারী শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোল করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম,খুনের শিকার হয়েছে, আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে আমরা যে সকল নেতাকর্মী হারিয়েছি তাদের জন্য আপনারা দোয়া করবেন।
বক্তরা আরোও বলেন, এই নারায়ণগঞ্জে যখন কোন নেতা ছিলো না বিএনপির হাল দরার জন্য, স্বৈরাচারী শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, তখন আমাদের প্রিয়নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন কে দায়ীত্ব দেওয়া হয়। আমরা যারা বিএনপি করি, হামলা, মামলার শিকার হয়েছি আমরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোল সংগ্রাম করে শেখ হাসিনা কে এই দেশ থেকে বিতারিত করেছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,