সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের রাস্তা উদ্বোধন

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের জনগুরুত্বপুর্ন (তালতলা মোড় হইতে পশু সম্পদ হাসপাতাল) পর্যন্ত ক্রসড্রেন সহ আরসিসি রাস্তার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ রাস্তা উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
এসময় অন্যদের মাঝে সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মাহমুদুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী উত্তম চন্দ্র দেব, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
নানা কারণে প্রকল্পের কাজ বাস্তাবায়নে দেরি হলেও কাজের গুনগত মান অনেক ভালো হয়েছে বলে জানান স্থানীয়রা। ৫৬ লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত জনগুরুত্বপুর্ন এই বাইপাস রাস্তাটি চালু হওয়ায়, পৌরশহরের বাগিচাপাড়া সহ আশপাশের হাজারো মানুষের চলাচলের কস্ট দুর হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,