সারাদেশ

শমশেরনগরে ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মক্তব ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর সহকারী শিক্ষক আল মামুন, কমলগঞ্জ সাংবাদিক সমিতিন সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীনসহ মক্তব শিক্ষক, মসজিদ ইমাম ও খতিব প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ১০টি মক্তবে পৃথকভাবে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম ধাপে বিজয়ী ১২০ জনের মধ্যে ৯ জন বিজয়ীর মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,