সারাদেশ

প্রতিবন্ধীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়:- চসিক মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সহযোগিতা পেলে তারাও আমাদের মতো সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে।” তিনি বলেন, “সমাজে কেউ শারীরিকভাবে সুস্থ, কেউ অসুস্থ—তাই বলে কোনো বৈষম্য থাকা উচিত নয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।”
২২ জুন রবিবার, মুরাদপুরস্থ সমাজসেবা কার্যালয়ে ‘একীভূত ও মানসম্মত শিক্ষাই হোক প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পিএইচটি সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সেমিনানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।
সেমিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ শরীফ উদ্দিন,
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, সাংবাদিক নাছির উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মোঃ কামরুল পাশা ভূঁইয়া।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের শিক্ষায় সহায়তা প্রদানের অংশ হিসেবে মেয়র পিএইচটি সেন্টারে দুইজন শিক্ষক নিয়োগ দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান। সেমিনারে সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যম প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন একটি গাছের চারা রোপণ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,