সারাদেশ

চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এম এ সালামের সৌজন্যে সাক্ষাৎ 

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এর আগে তিনি ৮নং খানপুর ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সাবেক চেয়ারম্যান  তরফদার মনিরুজ্জামান এর কবর জিয়ারত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি নেতা নাসির আহমেদ মালেক, আবুল কালাম আজাদ বুলু, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, মো: হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির আল মামুন টিপু, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির, বিএনপি নেতা মনজুরুল ইসলাম, চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি শেখ আঃ কুদ্দুস প্রমূখ।
চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, প্রাক্তন সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, জিএম মিজানুর রহমান, অমিত কর বিলাস, রুম্মান মাহামুদ শৈশব, মজনু শেখ, রিয়াদ মোড়ল, জাকারিয়া হোসেন শাওন ও তরিকুল মোল্লা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,