গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোবিপ্রবিতে Mass Movement পালিত

গোবিপ্রবি প্রতিনিধি:-
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচারে বোমা হামলা চালিয়ে গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের Mass Movement পালিত হয়েছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে Mass Movement টি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা, “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”; “ইসরায়েল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক”; “ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরণে”; “ইসরায়েলের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”; “গাজায় হামলা কেন, জাতিসংঘ জবাব চাই”; “দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো” সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীনুর রহমান বলেন, “মুসলিমরা জালিমদের থেকে সংখ্যায় কম হলেও যুগে যুগে তারাই জয়লাভ করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন মুক্তি পাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেভাবে মদ হারাম, এটার বিপক্ষে পুরো পৃথিবী চলে গেলেও এটা হারাম। একই ভাবে ইসরায়েলের পক্ষে পুরো পৃথিবী চলে গেলেও একই ভাবে ইসরায়েল কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। আমরা বলতে চাই একজনকে হত্যা করে কখনো আমাদের ইসলামি আন্দোলন দমন করা যাবে না।”