সারাদেশ

হাতীবান্ধা প্রেমিকাকে নিয়ে পালানোর অপরাধে মারপিট, প্রেমিক হাসপাতালে ভর্তি।

‎লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ
‎প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর কৌশলে দুজনকেই ফিরিয়ে এনে প্রেমিকার বাবা ও আত্মীয়-স্বজন মিলে রাসেল হোসেন নামের এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
‎অভিযোগ সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ২নং ব্রিজ এলাকায় এক স্যানিটারি ব্যবসায়ীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার রাসেল হোসেন নামের এক যুবকের। পরিবার তাদের সম্পর্ক মানবে না বলে দুজনেই কয়েকদিন আগে ঢাকা পালিয়ে যান।
‎মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার অপরাধে রাসেল নামে ওই যুবক ও মেয়েকে ফিরিয়ে আনার পর বর্বর নির্যাতন চালায় প্রেমিকার বাবা আনোয়ার হোসেন ও তার আত্মীয়রা।
‎শারীরিক আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে এবং গোপনাঙ্গে প্লাস দিয়ে টেনে নির্যাতন চালায় মেয়ের বাবা ও তার পরিবার। এই ঘটনায় গুরুতর আহত হয়ে রাসেলকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্থানান্তর করা হয়েছে।
‎ভুক্তভোগী রাসেল হোসেন পশ্চিম সারডুবী এলাকার আহিদুল ইসলামের ছেলে এবং অভিযুক্ত আনোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা ও বড়খাতা বিডিআর বাজারের স্যানিটারি ব্যবসায়ী।
‎নির্যাতনের শিকার যুবক রাসেল হোসেনের বাবা আহিদুল ইসলাম মামলার ভয়ে চারদিন পেরিয়ে গেলেও নির্যাতনকারী ব্যক্তিদের বিরুদ্ধে কোন অভিযোগ দিতে পারেননি।
‎হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবীর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,