হরিপুরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে মারামারি অগ্নি সংযোগে ২০টি ঘর পুড়ে ছায়

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জমিসংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ১০জন আহত ২ জনের অবস্থা গুরুতর, দুস-কৃতিকাররি অগ্নিসংযোগে২০ ঘর পুড়ে ছায়।
উপজেলার পশ্চিম আট ঘরিয়া গ্রামের এক একর ৩৩ শতক জমি নিয়ে প্রথম পক্ষ, আলহাজ্ব মোঃ আলতাব হোসেন, মোঃ ইয়াসিন আলী অপর পক্ষ, মোঃ মাহতাব, আব্দুল জব্বার গংরা ঐ বিবদ মান জমির উপর মোঃ ইয়াসিন এর বাড়ি বাতের অন্ধকারে ভেঙ্গে গুড়িয়ে দেয়। সকাল বেলা ঐ জমি চাষ করার সময় আলহাজ্ব আলতাব হোসেন, ইয়াসিন বাধা দিলে উভয়পক্ষে প্রথমে কথাকাটা কাটি পরে ধাওয়া পলটা ধাওয়ায় লাঠি সোটার আঘাতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে ভর্তি করে।
এব্যপারে হরিপুর থানা অফিসার ইর্নাজ মোঃ জাকারিয়া মণ্ডল এব সহিত যোগা যোগ করলে প্রতিবেদকে জানানযে, মারামারির খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়নত্রনে আনতে বাণিশংকৈল থানা পুলিশ, বিজিবি, বিএনপি সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আবুতাহের ও আলহাজ্ব ইসমাইল হোসেন ঘটনা স্থলে গিয়ে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়নত্রনে আনে।
এমতো অবস্থায় হরিপুর উপজেলা প্রশাসন বফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ যেহেতু নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রতিয়মান হচ্ছে যে, হরিপুর উপজেলার গেদুড়া কিসমত মৌজায় বিবাদমান জমি নিয়ে দুই পক্ষের আক্রমণাতৃক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে যে, কোন সময় জানমালের ক্ষয়ক্ষতির আশংকা রেয়েছে। সে কারণে জান মাল রক্ষা ও শান্তিশৃংখলা রক্ষার স্বার্থে গেদুড়া ইউনিয়নের গেদুড়া কিসমত মৌজা এলাকা ও আটঘরিয়া বাজারে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করলাম। এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। এ আদেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।