সারাদেশ

সিরাজগঞ্জে ৩৬ জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩৬ জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) বাদ আছর সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ৩৬জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর জামাতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলামসহ আরো অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে বক্তারা বলেন, ১৯৭১ সালে অনেক শহিদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে৷ কিন্তু দেশবাসী স্বাধীনতার ৫৪ বছরে প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। ২০২৪ সালে জুলাই আন্দলোনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতারিত করে দেশে নতুন স্বাধীনতা এনে দিয়েছে দেশের তরুণ প্রজন্ম। ২০২৪ এর আহত ও নিহতরা দেশের জন্য যে অবদান রেখে গেছে আমরা যেন কখনো তাদের ভুলে না যাই। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বিগত দিনের মতো ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সকল বীর শহীদ ও আহতদের স্মরণে দোয়ার মাধ্যমে  অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,