সারাদেশ

রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরে পৌর ও উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর একটি সাংগঠনিক আলোচনা সভা গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাত ৮ টায় বিএনপির অফিসে এ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনের কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমাস প্রধানিয়া , জেলা আহ্বায়ক এডভোকেট ইসরাফিল , উপজেলা সদস্য সচিব ওমর, লক্ষ্মীপুর পৌর আহ্বায়ক মোঃ ইউসুফ,পৌর সদস্য সচিব পলাশ পাটোয়ারী, উপজেলা যুগ্ম আহ্বায়ক সুমন হাওলাদার, পৌর যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।”

 

পৌর আহ্বায়ক মোঃ আরিফ হোসেন (শিপন) বলেন,  বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও  লক্ষ্মীপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আবুল খায়ের  ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পবিত্র ঈদুল আযহার মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠনের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রজন্ম ৭১ আহ্বায়ক রফিক উল্লাহ  এবং সঞ্চালনা করেন পৌর আহ্বায়ক  আরিফ হোসেন শিপন ।

 

সভা শেষে একটি সাংগঠনিক রেজুলেশন গৃহীত হয় এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,