সারাদেশ

ছাতক পৌরসভায় ৫৪ কোটি টাকার ব্যতিক্রমি বাজেট ঘোষনা

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি, তাজিদুল :
সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৫-২৬ইং অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা। গত বছরের বাজেট ছিলো ১০৩ কোটি ৫৮ লক্ষ টাকা এবারের বাজেট গত বছরের তুলনায় অর্ধেক। বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, পৌরসভার ড্রেনের পানিতে জলাবদ্ধতা ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌরসভা প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌর নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো.শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো.আবদুল মালেক, কর আদায়কারী মো.জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, নিন্মমান সহকারী ও কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। তবে এবারের বাজেট অনুষ্ঠানে কোন প্রকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধী জনকে দেখা যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,