সারাদেশ

সরকারি গাড়ি নিয়ে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের ব্যক্তিগত সফর 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৩ জুলাই, ২৫ইং
সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত সফরের অভিযোগ উঠেছে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার এর বিরুদ্ধে।
গত মঙ্গলবার সকালে জয়পুরহাট ১১-০০২৩ নম্বর সরকারি গাড়ী নিয়ে পাবনায় শশুরবাড়িতে যান অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার। এরপর দুপুর ২টায় পাবনা সদর থানার পাশে তার শশুরবাড়িতে পরিবার নিয়ে নেমে যান। সেখান থেকে গাড়ী রাখা হয় সার্কিট হাউজে। পরের দিন জেলাজুড়ে গুনজর উঠেছে সরকারি গাড়ী পাবনায়। বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই গাড়ী জয়পুরহাটে পাঠান তিনি। দুপুর ৩টার পর গাড়ীটি পৌঁছে জয়পুরহাটে।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে প্রথমে জানানো হয় গাড়িটা নাকি রাজশাহীতে সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরে আবার জানানো হয় রাজশাহী নয় বগুড়াতে সার্ভিসিং করানোর জন্য গেছে।
এভাবে তথ্য বিভ্রাট শুরু হলে বিষয়টি জানতে  অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয় জানা নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি মোবাইলে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,