সিরাজগঞ্জের চৌহালীতে ৬ জুয়ারী গ্রেপ্তার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়েছে থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর নাকালিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর সলিমাবাদ গ্রামের শাহীন তালুকদারের বসতবাড়ির একটি টিনের ঘরে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ বিনানুই বাজার এলাকা থেকে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে ৩ সেট তাস ও ৮১ হাজার ৫০০ টাকা জুয়া খেলার নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চর বিনানুই গ্রামের গনি (২৯), রেহাই পুখুরিয়ার শাহিন (৩০), বিনানুইয়ের বাবুল সরকার (৫৪), চর সলিমাবাদের আব্দুল বাতেন (৫২) ও সোলাইমান হোসেন (৪৩), এবং খাসপুকুরিয়া দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম (৪৫)।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চৌহালী থানায় জুয়া আইনের ৩/৪/১১ ধারায় মামলা (নং-০১) রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সমাজে অপরাধ দমন ও নৈতিক অবক্ষয় রোধে চৌহালী থানা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।