সারাদেশ

নাগরপুরে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা 

শহিদুল ইসলাম( নাগরপুর)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভুয়া পদবি ব্যবহার ও মেয়াদ উত্তির্ন প্যাথলোজিক্যাল উপকরণ ব্যবহারের দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৮ জুলাই( মঙ্গলবার) দুপুরে নাগরপুর সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিচালিত মামুদনগর ডায়াগনস্টিক সেন্টার কে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল এক্ট ২০১০ এর ২৮ এবং ২৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. আব্দুল হাই জরিমানার টাকা পরিশোধ করে।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেয়াদোত্তীর্ণ প্যাথোলজিকাল উপকরণ গুলো জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও একই ব্যক্তির মালিকানাধীন ফার্মেসীর সেল্ফে সাজিয়ে রাখা বিপুল পরিমাণের ঔষধের খালি বাক্স জব্দ করে সেগুলোও ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডা. রাকিবুল ইসলাম লীন, নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল, উপজেলা ভূমি অফিসে কর্মরত বিভিন্ন ব্যক্তিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,