সারাদেশ

প্রবেশপত্রে ভুল থাকায় ২৮৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত আশুলিয়া উচ্চমাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের

ফরহাদ হোসেন, 

আশুলিয়া স্কুল এন্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রে ভুল। বলা যায় দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর প্রতিবাদে বুধবার (০৯ জুলাই) বেলা ১১ টা থেকেই আশুলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা মানববন্ধন করে।

পরে আশুলিয়া-সিএন্ডবি আঞ্চলিক সড়ক হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে, এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকে।জানাযায়,এর আগে গতকাল (৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, “আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে সে সকল বিষয়ে কোন অনুমোদন নেই এই কলেজের। যার কারণে প্রবেশপত্র পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা কিভাবে এসব করে অংশগ্রহণ করব? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল। এর পিছনে দায়ী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদেরকে চাকুরীচ্যুত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবির কথা বলে, এডমিট কার্ড সংশোধন সহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। আগামীকাল (১০ জুলাই) থেকে আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা এবং পরীক্ষা বর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের গণসাক্ষর ও গেট ব্লকেড এবং প্রবেশপত্রে ভুলের জন্য যেসকল শিক্ষক ও কর্মচারী দায়ী তাদের চাকুরীচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,