সারাদেশ

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও, স্বীকৃতির দাবিতে পঞ্চগড়ে শিক্ষকের মানববন্ধন 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চগড়ের দেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক জহিরুল ইসলাম, আটোয়ারী উপজেলার উপকার প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক শহিদুল ইসলাম, তেতুঁলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আকতার বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজে আজ অবহেলিত। তারা কোন শিক্ষা পেতনা। আমরা তাদেরকে শিক্ষা দান করতেছি। পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায়  ২৪ টি বুদ্ধি অতিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় গুলো সরকারের সকল নিয়ম মেনেই প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করাচ্ছি।
তারা আরও বলেন, অন্য বিদ্যালয়গুলে যদি স্বীকৃতি পায় তাহলে আমরা কেন পাবো না।আমরা আমাদের স্কুল গুলোকে এমপিও দেয়ার জন্য প্রধান উপদেষ্টা দৃষ্টি কামনা করছি।
মানববন্ধন শেষে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টিভ) এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহন করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের আবেদনটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেরন করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং